আপনার জিজ্ঞাসা
শিশুদের কপালে কালো টিপ দেওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের একটি পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, শিশুদের কপালে কালো টিপ দেওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শিশুদের কপালে কালো টিপ দেওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শিশুদের কপালে কালো টিপ দেওয়ার সময় যদি মনে করা হয় যে এই টিপ বাচ্চাকে বদনজর বা কোনো ক্ষতি থেকে রক্ষা করবে তাহলে শিরক। এটি একেবারেই হারাম। কালো টিপ ক্ষতি থেকে রক্ষা করবে এটা ভাবার প্রশ্নই আসে না। এই ধারণা করার কোনো সুযোগ নেই। এটি মানুষদের কোনোকিছু থেকে রক্ষা করতে পারে না। এই কাজটি শিরক। যদি টিপ দিলে এসব উদ্দেশ্য করা হয় তাহলে এটি দেওয়া হারাম। এটি নিয়ে কোনো সন্দেহ নেই।