আপনার জিজ্ঞাসা
শিশুর পক্ষ থেকেও কি জাকাত দিতে হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ১৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে ফারুক আহমেদ জানতে চেয়েছেন, বাচ্চাদের পক্ষ থেকেও কি জাকাত দিতে হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বাচ্চাদের পক্ষ থেকেও কি জাকাত হয়? দিলে কি টাকা দিয়ে দেওয়া উচিত নাকি খাদ্য?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন যে, বাচ্চাদের পক্ষ থেকেও ফিতরা দিতে হয় কি না? জি, বাচ্চাদেরও ফিতরা দিতে হবে। এটি হাদিস দ্বারা প্রমাণিত। তাই, বড়দের যেভাবে ফিতরা দেওয়া হয়, তেমনি ছোটদের পক্ষ থেকেও দিতে হয়। সাহাবিরাও এটি করেছেন। তাঁরাও বাচ্চাদের ফিতরা আদায় করতেন। আর, ফিতরা টাকার চেয়ে খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উত্তম। আর, খাদ্যদ্রব্যের কথা বললে, যে এলাকায় যেটা জনপ্রিয়, সেটা দিয়ে দেওয়া উত্তম। যেমন—বাংলাদেশে ভাত প্রধান খাবার; তাই, এ অঞ্চলে চাল দিয়েই ফিতরা আদায় করা হয়। আবার টাকা দিয়ে আদায় করলেও হবে। তবে উত্তম হলো, খাদ্য দিয়ে দেওয়া। এটি সুন্নাহ পদ্ধতি।