আপনার জিজ্ঞাসা
শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব রাখলে কি গুনাহ হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে মনোয়ার হোসেন জানতে চেয়েছেন, শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব রাখলে কি গুনাহ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার শ্বশুরবাড়ির মানুষ নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আমি তাদের জন্য অনেক কিছু করেছি। আমার এসবের জন্য খারাপ লাগে। এখন আমি তাদের থেকে দূরে থাকতে চাই। তাহলে আমার কি গুনাহ হবে?
উত্তর : আপনি বলে দিলেন, আপনি তাদের জন্য অনেক কিছু করেছেন। এটা তো খোঁটা দেওয়ার কারণ। এটা উচিত হয়নি। খোঁটা দিলে আপনার দান কবুল হবে না। এবার আপনার উত্তর নিয়ে বলি। তাদের সঙ্গে আপনি দূরত্ব বজায় রাখতে পারবেন। তবে, সৌজন্যমূলক সম্পর্ক রাখতে হবে। যেহেতু তারা আপনার শ্বশুরবাড়ির লোক, তাই সৌজন্যতা রাখবেন। কিন্তু, যদি কোনো কারণে মনে হয় যে তাদের সঙ্গে আপনার মিল হচ্ছে না, তাহলে এ ক্ষেত্রে ইসলাম আপনাকে নিষেধ করবে না। তাদের সঙ্গে মাখামাখির প্রয়োজন নেই। তবে হ্যাঁ, সৌজন্যমূলক আচরণ করতে হবে।