আপনার জিজ্ঞাসা
সগিরা গুনাহ কোনগুলো?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে জামিলা নূর নামের একজন জানতে চেয়েছেন, সগিরা গুনাহ কোনগুলো? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সগিরা গুনাহ কোনগুলো? আমরা জানি, মিথ্যা কবিরা গুনাহ। এমন অনেক আছে কবিরা গুনাহ। তাহলে সগিরা গুনাহ কোনগুলো?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সগিরা গুনাহ হলো—এমন গুনাহ, যার ব্যাপারে সরাসরি শাস্তির নির্দেশ আসেনি। আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের জাহান্নামের কথা আসেনি। সেগুলো হলো সগিরা গুনাহ। কবিরা গুনাহ কমন। কবিরা গুনাহগুলো ছাড়া বাকি সবগুলোই হলো সগিরা গুনাহ। সগিরা গুনাহর পরিমাণ অনেক। একজনের সঙ্গে সামান্য কোনো নেতিবাচক কাজে যুক্ত হলেন, কিংবা কারও সঙ্গে খারাপ ব্যবহার করলেন, কিংবা অনিচ্ছাকৃত কারও ক্ষতি করে ফেললেন—এসব হলো সগিরা গুনাহ। এমন আরও অনেক ব্যাপার আছে (যেগুলো) সগিরা গুনাহ। যেগুলোর জন্য সুনির্দিষ্টভাবে শাস্তির কথা এসেছে, হারামের কথা এসেছে—সেসব হলো কবিরা গুনাহ। এর বাইরে যত গুনাহ আছে, সেসব কবিরা গুনাহ।