আপনার জিজ্ঞাসা
সালাতে মনোযোগ রাখার জন্য কী করা যায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে আব্দুল্লাহ জানতে চেয়েছেন, সালাতে মনোযোগ রাখার জন্য কী করা যায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সালাতে মনোযোগ রাখার জন্য কী করা যায়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। সালাতে মনোযোগ দেওয়ার ব্যাপার নিয়ে অনেকবার আমরা বিস্তারিত বলেছি। আপনি সেগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন। এটা নিয়ে আলোচনা অনেক লম্বা। তবে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। সেটা হলো, সালাতে কোনো প্রকার চাপ নিয়ে আসবেন না। যে কোনো প্রকার চাপ—সেটা হতে পারে মানসিক চাপ, ওয়াশরুমের চাপ, কোনো কাজের চাপ এই রকম কোনোরকম চাপ নিয়ে নামাজে আসবেন না। নামাজে আসবেন ধীরে-সুস্থে। পরিপূর্ণভাবে ফ্রি হয়ে সময় নিয়ে সালাতে দাঁড়াবেন। তাহলে আপনার মনোযোগ থাকবে সালাতে। এটা প্রশান্তির জায়গা। এখানে প্রশান্তি নিয়েই আসবেন। তাড়াহুড়া করা সালাতের ইচ্ছা-মনোযোগ নষ্ট করে। আর ফরজ সালাতের আগে সুন্নাহ ও কিছু নফল নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে মনোযোগটা বসবে। এ ছাড়া নিজের মুখের কথা, দোয়া, কাজ, সবকিছু অন্তর দিয়ে মেলাবেন তাহলে দেখবেন মনোযোগ তৈরি করবে। সালাত হলো ইবাদত। তাই ইবাদত করতে অবশ্যই বুঝে পড়বেন আল্লাহকে ভয় করে পড়বেন। তখন দেখবেন আপনার মনোযোগ তৈরি হবে। আরও অনেক কিছু আছে।