আপনার জিজ্ঞাসা
সালাতে মেয়েদের কী আলাদা কোনো নিয়ম আছে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, সালাতে মেয়েদের কী আলাদা কোনো নিয়ম আছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সালাতে মেয়েদের কী আলাদা কোনো নিয়ম আছে?
উত্তর : মেয়েদের জন্য সালাতের নিয়ম আলাদা নিয়ম হবে কেন? সালাত তো একটাই। তাহলে ছেলে-মেয়ের জন্য আলাদা হবে কেন? সালাত ছেলে-মেয়ে একই পদ্ধতিতে পড়বেন। সুনির্দিষ্টভাবে মেয়েদের জন্য আলাদা কোনো পদ্ধতি মেয়েদের জন্য রেওয়াজ হয়নি। এবারে রাসুল (সা.) আলাদাভাবে পার্থক্যের কথা বলেননি। ছেলে-মেয়ে একই নিয়মে নামাজ পড়বেন। এটাই বিশুদ্ধ বক্তব্য।