আপনার জিজ্ঞাসা
সিগারেট খাওয়া নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ২২তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, সিগারেট খাওয়া নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সিগারেট খাওয়া নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সিগারেট নিয়ে আপনি মনে হয়, বিভ্রান্ত হয়ে আছেন। সিগারেট খাওয়া হারাম। এটা নিয়ে সন্দেহ প্রকাশের কোনো অবকাশ নেই। এই যুগের আলেমরা প্রায় সবাই বলেছেন যে, সিগারেট খাওয়া হচ্ছে হারাম। আর সিগারেটের গায়েই ক্ষতিকর দিকগুলো লেখা থাকে। সিগারেটের গায়েই লিখা থাকে এটির ক্ষতির কারণ। তাই এটি যে হারাম এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং সিগারেট খাওয়া হারাম। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কেউ যদি মাকরুহ বা জায়েজ বলেন তিনি আসলে বিভ্রান্তিতে আছেন। সত্যি কথা হলো এটি হারাম।