সিজদার সময় কোন দিকে নজর রাখা সঠিক?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৯৪৩তম পর্বে ইমেইলের মাধ্যমে ঢাকা থেকে আমিনুল ইসলাম জানতে চেয়েছেন, সিজদার সময় কোন দিকে নজর রাখা সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সিজদার সময় কোন দিকে নজর রাখা সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনাকে। সিজদার সময় কোন দিকে স্পষ্ট তাকাতে হবে, এই ব্যাপারে কোনো ব্যাখ্যা আসেনি। সিজদাকারী ব্যক্তি সিজদার দিকে তাকাবে। নিচের দিকে তাকাবে। নাকের দিকে তাকানোর যেই কথাটি আসে, সেটি কোথাও আসেনি। কেন নাকের দিকে তাকাতে হবে। দৃষ্টি সঠিক রাখার জন্য সিজদায় তাকানো উত্তম। নাকের দিকে তাকালে মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এটা মানা কঠিন। তাই সিজদায় তাকানোটাই সঠিক কাজ। এই নিয়ে কোনো সন্দেহ নেই।