সৌদির সঙ্গে মিলিয়ে রোজা রাখছেন ফরিদপুরের ১০ গ্রামের মানুষ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার থেকে রোজা রাখছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০ গ্রামের কয়েক হাজার মানুষ। উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের এই ১০ গ্রামের বাসিন্দারা গতকাল সোমবার এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করেন।
শেখর ইউনিয়নের বাসিন্দা, ফরিদপুর জেলা পরিষদের সদস্য, শেখর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, উপজেলার শেখর ও পাশের রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ আজ মঙ্গলবার ভোরে সেহরি করে অগ্রিম রোজা শুরু করেছেন। দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে তাঁরা রোজা রাখেন ও ঈদ উদযাপন করে থাকেন।
বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ‘উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, শেখর, ছয় হাজার, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, গঙ্গানন্দপুর, বড়গা, কলিমাঝি, বারাংকুলা—এই ১০টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও দুই ঈদ পালন করেন।’