আপনার জিজ্ঞাসা
স্বামীর আনুগত্য হওয়া নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে সাভার থেকে মুনিয়া রহমান জানতে চেয়েছেন, স্বামীর আনুগত্য হওয়া নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্বামীর আনুগত্য বলতে ইসলামে কী বোঝায়? যে স্বামী কোনো দায়িত্ব নিতে পারে না, আমার স্বামী মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ। পরিবারের চাহিদা মেটাতে সে ব্যর্থ। সন্তানদের পড়াশোনা কিংবা অসুখ-বিসুখ হলে দেখে না তাহলে এ ক্ষেত্রে কী হবে? একটু বুঝিয়ে বলবেন কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইসলামে স্বামীর আনুগত্য বলতে বোঝায়—যেসব কাজ জায়েজ, সেসব কাজ স্বামীর কথা মেনে চলা। তার নির্দেশ লঙ্ঘন না করা। এটা সব ভালো কাজের জন্য প্রযোজ্য। কিন্তু, আপনি আরেকটি মাসআলার কথা উল্লেখ করেছেন। আপনি জানিয়েছেন, তাঁর আয়-উপার্জন নেই। তিনি আরেকজনের ওপর নির্ভরশীল। তাহলে তিনি কীভাবে দায়িত্ব নেবেন? এজন্য তাঁর যেন আয়-উপার্জন বাড়ে সে চেষ্টা করুন। এ কারণে পরামর্শ দিতে পারেন। কিন্তু, তাঁর ব্যর্থতার জন্য তাঁর অনুগত থাকবেন না, বা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করবেন, সেটা জায়েজ নেই। আপনি চেষ্টা করুন পারিবারিকভাবে তাঁর সমস্যাগুলো নিরসন করা।