আপনার জিজ্ঞাসা
স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত—এটি কি হাদিসে এসেছে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২১ তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে আলমগীর হোসেন জানতে চেয়েছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত—এটি কি হাদিসে এসেছে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত—এটি কি হাদিসে এসেছে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত—কথাটি হাদিসে এসেছে কি না। না, এমন কিছু হাদিসে সরাসরি আসেনি। এ ধরনের কোনো শব্দ আসেনি হাদিসে। তবে, অবশ্যই স্ত্রীকে স্বামীর আনুগত্য পালন করতে হবে। এটি বাধ্যতামূলক। কিন্তু, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত হবে এমন কোনো কথা হাদিসে আসেনি।