আপনার জিজ্ঞাসা
সৎ শাশুড়ির সঙ্গে হজে যাওয়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭২৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, সৎ শাশুড়ির সঙ্গে হজে যাওয়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সৎ শাশুড়ির সঙ্গে হজে যাওয়া যাবে কি? আমি আর আমার স্ত্রী হজে যাব। আমার সৎ শাশুড়িও যেতে চাচ্ছেন। এখন কী করা যায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আপনার স্ত্রীকে নিয়ে হজে যাচ্ছেন। সঙ্গে সৎ শাশুড়িকে নিতে পারবেন কিনা জানতে চাইছেন। তাঁর মেয়ে যদি যান, এ ছাড়া তাঁর বয়স যেহেতু ৬০-এর ওপর, তাহলে তাঁর জন্য এই সফর করতে বাধা নেই। এই মাসআলা নিয়ে আলেমদের মধ্যে কিছুটা দ্বিমত থাকলেও বেশিরভাগই জায়েজ বলেছেন। সৎ হলেও সমস্যা নেই। বয়স বেশি তো, তাই এই সফরে তিনি যেতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যদি নিরাপত্তা ঠিক থাকে, তাহলে তিনি হজে যেতে পারবেন।