হজযাত্রী বহনে ৩৩৫ ফ্লাইট শিডিউল ঘোষণা
বাংলাদেশি হজযাত্রীদের পরিবহণে এ বছর ৩৩৫টি ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো। ধর্ম মন্ত্রণালয়ের কাছে এই শিডিউল জমা দিয়েছে তারা। সৌদি সরকারের সঙ্গে সম্পাদিত হজচুক্তি অনুযায়ী বেশ কয়েকটি এয়ারলাইন্স এদেশের হজযাত্রীদের পরিবহণ করবে। শিডিউল অনুযায়ী, আগামী ২১ মে রাতে যাত্রা শুরু করবে প্রথম হজফ্লাইট।
ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশি হজযাত্রীদের পরিবহণে মোট ৩৩৫টি ফ্লাইটে শিডিউল ঘোষণা করেছে এয়ারলাইন্সগুলো। হজযাত্রীদের অর্ধেক বাংলাদেশের এয়ারলাইন্স ও বাকি অর্ধেক সৌদির আরবের। তিনি আরও জানান, সৌদি আরবের দু’টি এয়ারলাইন্স হজযাত্রীদের বহন করবে।
ওই কর্মকর্তা জানান, শিডিউল অনুযায়ী, আগামী ২১ মে রাত ৯টা ৪৫ মিনিটে হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে রওনা হবে বিমানের প্রথম হজফ্লাইট। বিমানের সর্বশেষ ফ্লাইটটি সৌদি যাবে ২২ জুন।
ঢাকা-জেদ্দা, ঢাকা-মদীনা ছাড়াও বিমান চট্টগ্রাম-জেদ্দা, চট্টগ্রাম-মদীনা, সিলেট-জেদ্দা ও সিলেট-মদীনা রুটে ফ্লাইট পরিচালনা করবে। এ ছাড়া হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ২ জুলাই থেকে শুরু হবে বিমানের ফিরতি ফ্লাইট।