আপনার জিজ্ঞাসা
হজের নিয়ত করে কেউ মারা গেলে কী করা উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে তৌহিদুল আলম জানতে চেয়েছেন, হজের নিয়ত করে কেউ মারা গেলে কী করা উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : হজের নিয়ত করে কেউ মারা গেলে কী করা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কেউ যদি হজের নিয়ত করে মারা যান তাহলে কী করবেন সে ব্যাপারে জানতে চেয়েছেন। এর জন্য যদি মৃত ব্যক্তি সম্পদ থাকে তাহলে তিনি আরেকজনকে দিয়ে বদলি হজ করাতে পারেন। কিন্তু যদি সেই সামর্থ্য না থাকে তাহলে তার জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই। সামর্থ্য না থাকলে দোয়াই একমাত্র কাজ। তখন মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন।