আপনার জিজ্ঞাসা
হায়েজের কারণে ভাঙতি রোজার কাফফারা দিলে হবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৯তম পর্বে ই-মেইলের মাধ্যমে আজিমপুর ঢাকা মুশফিক আহমেদ নামের একজন জানতে চেয়েছেন, হায়েজের কারণে ভাঙতি রোজার কাফফারা দেওয়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : এক বোনের হায়েজের কারণে অনেক রোজা ভাঙা হয়। আমার প্রশ্ন হলো, হায়েজের কারণে ভাঙতি রোজার কাফফারা দেওয়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হলো, ওজরের কারণে ভাঙা হয়ে থাকলে কোনো কাফফারা নেই। এর জন্য ফিদিয়া আসে, কোনো কাফফারা আসে না। আর, এ ভাঙতি রোজা তো উনি ভেঙে ভেঙে রাখতে পারেন। একসঙ্গে তো রাখার দরকার নেই। আর, হায়েজের কারণে তো এত বেশি রোজা ভাঙার কথা নয়। যাই হোক, এ নিয়ে কোনো অলসতা না করাই উচিত। এ ক্ষেত্রে ভেঙে ভেঙে রাখার চেষ্টা করবেন। সপ্তাহে কিংবা মাসে মাসে রাখার চেষ্টা করবেন। আর, যদি সর্বোচ্চ চেষ্টার পরও না পারেন, তাহলে ফিদিয়া আদায় করে দেবেন। এর জন্য একটি সিয়ামের পরিবর্তে এক জনকে তিন বেলা করে খাওয়াবেন। এটিই ফিদিয়া আদায়ের নিয়ম।