আপনার জিজ্ঞাসা
হিল্লা বিয়ে নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৯৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে যশোর হামিদপুর থেমে ইব্রাহিম হোসেন জানতে চেয়েছেন, হিল্লা বিয়ে নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের গ্রামে প্রায়ই হিল্লা বিয়ে দেখা যায়। আমার প্রশ্ন হলো, হিল্লা বিয়ে নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : হিল্লা বিয়ে নামে আমাদের সমাজে যে প্রচলন রয়েছে, এটা ইসলামে সম্পূর্ণ হারাম। এটি একটি সামাজিক অনাচার। এটাকে বিয়ে বলা হয়ে থাকে, কিন্তু এটি একটি হারাম কাজ। যিনি এই বিয়ে করবেন, তিনি হারাম কাজ করবেন। এমনকি এই বিয়ের সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁরা অভিশপ্ত হবেন। আর, যার উদ্দেশ্যে এই বিয়ে করা হবে, তিনিও অভিশপ্ত হবে। এটি একটি অনাচার। সুতরাং এ ধরনের হিল্লা বিয়ের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা সবাই গুনাহগার হবেন। ইসলামের ভাষায় তাঁরা অভিশপ্ত। এটা যদি কোনো সমাজে প্রচলিত থাকে, তাহলে সে সমাজ অনাচারে লিপ্ত। এই অনাচার থেকে আল্লাহ রক্ষা করুন।