‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। গতকাল মঙ্গলবার মিনায় ইবাদত বন্দেগির মধ্য দিয়ে রাতযাপন শেষে আজ বুধবার বাদ ফজর আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২০ লাখ মুসল্লি। দুপুরে মসজিদে নামিরায় খুতবা দেবেন গ্র্যান্ড ইমাম। পরে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করবেন মুসল্লিরা। এর পর আরাফাত ময়দানের অদূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। সেখানেই খোলা মাঠে রাতযাপন করবেন তাঁরা।
আগামীকাল বৃহস্পতিবার সকালে মিনায় ফিরে ইবলিস শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন হজ পালনকারীরা। এর পর পশু কোরবানি ও মাথা মুণ্ডন করে হজের ফরজ আদায় করবেন তাঁরা। পরে মিনা থেকে মক্কায় ফিরে কাবাঘর তাওয়াফ (কাবার চারপাশে ঘোরা), সাফা ও মারওয়া পর্বত সায়ি (সাফা থেকে মারওয়া পাহাড়ে সাতবার করে যাওয়া-আসা) করে হজ সম্পন্ন করবেন তাঁরা।
বিস্তারিত মো. নাছের চৌধুরীর পাঠানো ভিডিও প্রতিবেদনে :