আপনার জিজ্ঞাসা
ঈদের সালাত কয়টি হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে ই-মেইলের মাধ্যমে সিলেট থেকে নাজমুল হুদা জানতে চেয়েছেন, ঈদের খুতবা কয়টি হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈদের খুতবা কয়টি হবে? জুমার মতো দুটি খুতবা হবে, নাকি একটি খুতবা হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটি একটি এস্তেহাদি মাসআলা। এটি আলেমদের এস্তেহাদ। রাসুল (সা.) একটি খুতবা দিতেন। কিন্তু, রাসুল (সা.) মাঝখানে কিছুক্ষণ বসতেন। এটিকে মূলত একটি খুতবার দুটি ভাগ ধরতে পারেন। ঈদের সালাতেও একই বিধান হওয়া উচিত। একটি খুতবা দেওয়াই ভালো। কেউ চাইলে দুটি খুতবাও দিতে পারেন। তবে, এ ব্যাপারে স্পষ্ট কোনো দলিল আসেনি।