আপনার জিজ্ঞাসা
সাহ্রীতে উঠতে দেরি হলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭২৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে শাজাহান জানতে চেয়েছেন, সাহ্রীতে উঠতে দেরি হলে কী করণীয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সাহ্রী খাওয়ার সময় দেরি হয়ে গেলে যদি উঠে দেখি, ফজরের আজান হয়ে গেছে, তখন সাহ্রী না খেলে রোজা হবে কি? এ অবস্থায় কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যদি ঘুম থেকে উঠে দেখেন আজান হয়ে গেছে, তখন আপনি শুধু রোজার নিয়ত করবেন। তাহলে আপনার রোজা হয়ে যাবে। কোনো অসুবিধা নেই। সাহ্রী খেতে হবে—এটা নিয়ে বাধ্যতামূলক কিছু নেই। সাহ্রী না খেয়ে নিয়ত করলেও রোজা হয়ে যাবে। তবে, খাবার খাওয়াটা উত্তম। অল্প খান, তবুও খান। আপনি ঘুমালেন, উঠে দেখলেন আজান হয়ে গেছে। এসব তো অলসতার লক্ষণ। এগুলো ত্যাগ করে ওঠার চেষ্টা করবেন। কম করে হলেও খাবেন।