আপনার জিজ্ঞাসা
অসুস্থদের নামাজ না পড়ার কাফফারা কীভাবে দেব?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০২৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে আবুহেনা জানতে চেয়েছেন, অসুস্থদের নামাজ না পড়ার কাফফারা কীভাবে দেব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : অসুস্থ ও বৃদ্ধদের নামাজ না রাখার কাফফারা কীভাবে দেবেন? একই সঙ্গে রোজার ফিদিয়া কীভাবে দেবেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অসুস্থ ও বৃদ্ধদের রোজা ভঙ্গের জন্য ফিদিয়া দিতে হবে। এটার জন্য প্রতিটি সিয়ামের জন্য একজন মিসকিনকে একবেলা খাবার দেবেন। এটা শুধুমাত্র সিয়ামের ক্ষেত্রে হবে। আর নামাজের ক্ষেত্রে অসুস্থ বা বৃদ্ধ যাই হোক না কেন তার যদি হুঁশ থাকে তাহলে তিনি সালাত আদায় করবেন। তিনি ইশারায় সালাত আদায় করলেই হয়ে যাবে। এ ছাড়া সালাত জমাও করতে পারবেন। যেমন—এক সঙ্গে মাগরিব-এশা এভাবে যদি পড়েন তাহলেও সমস্যা নেই। সালাতের জন্য আলাদা কোনা কাফফারা-ফিদিয়া নেই। আবার অনেকের একদম হুঁশ তো দূরে সালাত পড়ার কোনো ক্ষমতাই নেই তখন তার জন্য সালাত নেই। মানে তিনি যদি একেবারে স্মৃতিহীন হয়ে যান তাহলে তার জন্য সালাত নেই। আর অসুস্থ থাকলে ইশারাতেই আদায় করে নিতে পারবেন।