আপনার জিজ্ঞাসা
পায়ের ওপর পা তুলে খাওয়া কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোস্তাক আহমেদ জানতে চেয়েছেন, পায়ের ওপর পা তুলে খাওয়া কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে খাওয়া কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে খাওয়ার খাওয়া জায়েজ। সরাসরি হারাম বিষয় নয়। তবে এটা অহংকারের বৈঠক। যে বসার মধ্যে অহংকার আছে সেটা ইসলামি শরিয়তে নিষেধ। বসার পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে। পায়ের ওপর পা তুলে বসে খাওয়াটা পশ্চিমা সংস্কৃতি থেকে এসেছে। কিন্তু এসব বসায় অহংকার প্রকাশ পায়। অনেকেই এভাবে বসে থাকেন। কিন্তু এটি ইসলামে বৈধ নয়। কিন্তু কারও অসুস্থতা থাকে সেটা ভিন্ন কথা। তখন সমস্যা নেই। তবে তিনি যদি মাটিতেও বসেন সেখানেও নিয়ম-কানুন আছে। বসার আদব মেনেই বসা উচিত।