আপনার জিজ্ঞাসা
মেয়েদের মেহেদি পরা কি বাধ্যতামূলক?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে কামরুন নাহার জানতে চেয়েছেন, মেয়েদের মেহেদি পরা কি বাধ্যতামূলক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মেয়েদের মেহেদি পরা কি বাধ্যতামূলক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মেয়েদের হাতে মেহেদি পরাটা বাধ্যতামূলক বিষয় নয়। তবে হাতে মেহেদি পরাটা, সৌন্দর্য গ্রহণ করা এটা উত্তম কাজ। তবে এমন নয় যে সারাদিন মেহেদি দিয়ে রাখতে হবে। এটা ফরজ কিংবা ওয়াজিব কোনোটা নয়। আপনি সর্বোচ্চ বলতে পারেন এটি জায়েজ। কিংবা মেহেদি পরাটা ভালো কাজ বা উত্তম কাজ। তবে দিতেই হবে সেই বাধ্যতা নেই।