আপনার জিজ্ঞাসা
ঈমানদার ব্যক্তির শুক্রবারে মৃত্যুর ফজিলত কেমন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে কামরুন নাহার জানতে চেয়েছেন, ঈমানদার ব্যক্তির শুক্রবারে মৃত্যুর ফজিলত কেমন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈমানদার ব্যক্তির শুক্রবারে মৃত্যুর ফজিলত কেমন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একজন ঈমানদার ব্যক্তি শুক্রবারের দিন যদি মৃত্যু হয় তাহলে তিনি একটা ফজিলত পাবেন। জুমার দিনে মৃত্যু হলে ওই ঈমানদার ব্যক্তির কবরের ফেতনা থেকে আল্লাহ অব্যাহতি দেবেন। এটা সবচেয়ে বড় ফজিলত। এর চেয়ে বড় ফজিলত আর কি আছে! সুতরাং জুমার দিনে মৃত্যু হলে ফেতনাতুল কবর থেকে তিনি ক্ষমা পাবেন। এটা হলো কবরের পরীক্ষা। এই পরীক্ষা থেকে বাঁচবেন।