আপনার জিজ্ঞাসা
নারীদের ওপর কখন হজ ফরজ হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৬৮তম পর্বে টেলিফোনে মিশু জানতে চেয়েছেন, কখন নারীদের ওপর হজ ফরজ হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : নারীদের ওপর কখন হজ ফরজ হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার কাছে নিত্যপ্রয়োজনীয় যে খরচ আছে, তার অতিরিক্ত বাড়ি থেকে আরম্ভ করে একেবারে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া এবং আল্লাহর ঘর থেকে বাড়িতে ফিরে আসা পর্যন্ত সামর্থ্য যদি আপনার থাকে, তাহলে আপনার ওপর হজ ফরজ। আমি আপনাকে সুনির্দিষ্ট করে বলে দিব না যে কত টাকা। এই ক্ষেত্রে আপনি যদি দেরি করেন বা হজ আদায় না করেন, তাহলে যতক্ষণ পর্যন্ত হজ আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহগার হবেন। ওমর ইবনে খাত্তাব (রা.) থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তির ওপর যদি হজ ফরজ হয় আর সে যদি ইচ্ছেকৃতভাবে হজ পালন করতে দেরি করে বা হজ আদায় না করে, তাহলে আমি জানি না, তার ইহুদি বা খ্রিস্টানরূপে মৃত্যু হলো কি না।