দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপন
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ জুন) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে রথযাত্রার অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন। পরে স্বামীবাগ ইসকন মন্দির থেকে অগণিত ভক্তরা জগন্নাথ, বলদেব ও শুভদ্রাকে বহনকারী রথ নিয়ে ঢাকেশ্বরী মন্দিরে যায়। এ সময় ভক্তরা নেচে গেয়ে কীর্তন করতে থাকেন।
এদিন সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি মধুপুরের নিত্যানন্দ সেবা আশ্রম পরিদর্শন করেন। রথযাত্রা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার সেবা আশ্রম থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বান্দরবানে রথযাত্রা উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় সংগঠন, মন্দির এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিন বিকেল ৩টার দিকে শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি নিখিল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখরসহ সনাতনী সমাজের নেতারা উপস্থিত ছিলেন। সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সামনে থেকে রথ টেনে বালাঘাটা শ্রী শ্রী রক্ষাকালি মন্দিরে নিয়ে যায় এবং আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে।
কুমিল্লায় ইসকনের উদ্যোগে আট দিনব্যাপী নানান অনুষ্ঠানাদির মাধ্যমে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঐতিহ্যবাহী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন—সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আবদুল মান্নান, ইউপি চেয়ারম্যান মো. মামুনুর রশিদ। রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানের পর শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে হাজারো পূজারী শ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা দেবীর রথ টেনে দীর্ঘ চার কিলোমিটার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ঠাকুরপাড়াস্থ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।
হবিগঞ্জে এ দিন বিকেলে জেলা শহরের বগলা বাজার ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়। রথযাত্রায় অংশ নেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, প্রমথ চৌধুরী ও ইসকন অধ্যক্ষ উদয় গৌড় ব্রক্ষচারী।