আপনার জিজ্ঞাসা
জন্ডিসের জন্য ঝাড়ফুঁক করা কি জায়েজ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে মুসকান জানতে চেয়েছেন, জন্ডিসের জন্য ঝাড়ফুঁক করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : জন্ডিসের জন্য ঝাড়ফুঁক করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তবে জন্ডিস ঝাড়ানো কি জিনিস সে ব্যাপারে আমার জানা নেই। তবে, যে পদ্ধতিটি আমরা দেখছি চারপাশে সেটা ইসলামিক পদ্ধতি নয়। এর পেছনে মেডিকেলের কিছু আছে কিনা বা প্রমাণ আছে কি না সেটাও নিশ্চিত নয়। এটা অনেকটা কুসংস্কারের মতো। অনেকটা জাদুকর্মের মতো কাজ। সুতরাং এর মাধ্যমে জন্ডিস থেকে ভালো হওয়ার ধারণা করা জায়েজ নেই। এই পদ্ধতি ডাক্তাররাও বলেনি কিংবা ইসলামও বলেনি। এই পদ্ধতি একটি প্রশ্নবিদ্ধ পদ্ধতি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।