আপনার জিজ্ঞাসা
দানের পরিমানের ওপর কি সওয়াব নির্ভর করে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০২৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে আবুহেনা জানতে চেয়েছেন, দানের পরিমানের ওপর কি সওয়াব নির্ভর করে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : দানের পরিমানের ওপর কি সওয়াব নির্ভর করে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা তো অবশ্যই নির্ভর করে। যিনি এক লাখ টাকা দেবেন আর যিনি ১০ টাকা দিবেন তার মধ্যে যদি তারতম্য না থাকে তাহলে তো আর ঠিক বিচার হলো না। দানের ওপর নির্ভর করে। তবে এখানে অবশ্যই কথা আছে। সেটা হলো এই বিষয়ে আল্লাহ দুটি বিষয় দেখবেন। একটি সামর্থ্য আরেকটি হলো অন্তর। যেমন—একজনের ৫০ টাকা দেওয়া খুবই কষ্টসাধ্য তবুও তিনি দিয়েছেন, আবার আরেকজনের এক কোটি দেওয়ার ক্ষমতা আছে কিন্তু তিনি দিয়েছেন ৫০ হাজার। এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহ অবশ্যই সঠিক দিকটাই দেখবেন। আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। উনিই সঠিক বিচারই করবেন। সঠিক সওয়াবই দেবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ শুধু পরিমান দেখবেন না অবশ্যই অন্তরও দেখবেন।