আপনার জিজ্ঞাসা
আল্লাহ কি বান্দার হক ক্ষমা করে দেন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে নাজমুল হুদা জানতে চেয়েছেন, আল্লাহ কি বান্দার হক ক্ষমা করে দেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আল্লাহ কি বান্দার হক ক্ষমা করে দেন?
উত্তর : ধন্যবাদ আপনার জন্য ধন্যবাদ। আল্লাহ অবশ্যই বান্দার হক ক্ষমা করে দেন। কিন্তু ক্ষমা করার পদ্ধতিতে শর্ত আছে। এই শর্ত হলো—কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে অন্যের হক নষ্ট করেননি, কোনো কারণে বাধ্য হয়ে বা ভুল করে ক্ষতি করে ফেলেছেন তাহলে তার সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু এখানেও কথা আছে। এখানে তার অবশ্যই হক পূরণ করার চেষ্টা ও ইচ্ছা থাকতে হবে। হয়তো তার সামর্থ্য বা সুযোগ ছিল না। কিন্তু তিনি মনেপ্রাণে চেয়েছেন হক পূরণ করে দিতে কিন্তু পারেননি। এর জন্য অনুতপ্ত হবেন। তখন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন।