আপনার জিজ্ঞাসা
কোরবানির ঈদের দিন কী কী করা উচিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৮৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা মিরপুর থেকে একজন জানতে চেয়েছেন, কোরবানির ঈদের দিন কী কী করা উচিত? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কোরবানি ঈদের দিনের সুন্নাহ কী কী? আমাদের কী কী করা উচিত?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। কোরবানি ঈদের দিন তুলনামূলকভাবে খুব সকালে ওঠা উচিত। অবশ্যই ঈদের দিন ফজরের নামাজ পড়া উচিত। এ ছাড়া ভালো পোশাক পরা, গোসল করা, সুগন্ধি ব্যবহার করা, হাসিখুশি থাকা উচিত। যে পথে ঈদগাহে যাবেন, ফেরার সময় অন্য জায়গা দিয়ে আসবেন। যাওয়ার সময় জোরে জোরে তাকবির বলা উচিত। মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা উচিত। অন্য রাস্তা দিয়ে এলে নতুন কিছু মানুষের সঙ্গে দেখা হবে, তাহলে তাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করা যাবে। উন্মুক্ত জায়গায় ঈদের সালাত আদায় করতে হয়। এবার তো উন্মুক্ত জায়গায় সালাতের অনুমতি দেওয়া হয়েছে। এ সুযোগটি কাজে লাগানো উচিত। অবশ্যই সবার সঙ্গে উন্মুক্ত জায়গায় সালাত আদায় করা উচিত।