আপনার জিজ্ঞাসা
জামাত শুরু হয়ে গেলে কী করণীয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৫২তম পর্বে জামাতে নামাজ শুরু হয়ে গেলে ফরজ না সুন্নত পড়ব, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মো. লুৎফর হায়দার। অনুলিখন করেছেন রেখা আক্তার।
আমি যখন মসজিদে ফজরের নামাজ পড়তে যাই, তখন দেখি ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেছে। আমি কি ফরজ নামাজ পড়ব না সুন্নত পড়ব? এ ক্ষেত্রে কী করণীয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। এ ক্ষেত্রে আপনি সরাসরি জামাতে অংশগ্রহণ করবেন, সুন্নত পড়বেন না। নবী করিম (সা.) বলেছেন, যখন ফরজ সালাতের একামত দেওয়া হয়, তখন ফরজ সালাত ছাড়া আর অন্য কোনো সালাত নেই। সুতরাং নামাজ ধরতে পারবেন, জামাত যখন শুরু হয়ে যাবে তখন জামাতে অংশ নেবেন।