আপনার জিজ্ঞাসা
স্বামীর টি-শার্ট পরা কি স্ত্রীর জন্য হারাম?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোস্তাক আহমেদ জানতে চেয়েছেন, স্বামীর টি-শার্ট পরা কি স্ত্রীর জন্য হারাম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
স্বামীর টি-শার্ট পরা কি স্ত্রীর জন্য হারাম?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। পুরুষদের পোশাক পরা মহিলাদের জন্য হারাম। এসব পোশাক মহিলাদের জন্য নিষিদ্ধ। পুরুষ সাজার পোশাক হারাম। রাসুল (সা.) এক হাদিসে বলেছেন, ‘যে সমস্ত নারীরা পুরুষের বেশ গ্রহণ করবে তাদের ওপর আল্লাহর লানত।’
আবার আরেক হাদিসে রাসুল (সা.) বলেছেন, তিনজন ব্যক্তি জান্নাতে যাবে না, তাদের মধ্যে একটি হলো সে নারী যিনি পুরুষের বেশ ধরেন। এখানে দুটি মাসআলা আছে। তবে এখানে দুটি কথা আছে। এটা হলো পুরুষদের পোশাক পরে কোথাও যাওয়া আরেকটি হলো ঘরে নিজেই পরে দেখা। দুটি কিন্তু আলাদা ব্যাপার। এর মধ্যে পুরুষদের পোশাক পরে কোথাও যাওয়া নিষিদ্ধ। এগুলো বুঝতে হবে।