আপনার জিজ্ঞাসা
প্রতি সোমবারে রোজা রাখার ফজিলত আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৩৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, প্রতি সোমবারে রোজা রাখার ফজিলত আছে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : প্রতি সোমবারে রোজা রাখার ফজিলত আছে কি? রাসুল (সা.) সোমবার জন্মগ্রহণ করেছেন এই জন্য আমি প্রতি সোমবার রোজা রাখি।
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আপনি বলেছেন যে, রাসুল (সা.) সোমবার জন্মগ্রহণ করেছেন এই জন্য আপনি প্রতি সোমবার রোজা রাখেন। এর ফজিলত সম্পর্কে জানতে চান। আপনাকে বলি, এই রোজা রাখাটা শুদ্ধ নয়। এর কোনো ফজিলতও নেই। রাসুল (সা.) সোমবার জন্ম নিয়েছেন। এটা নিয়ে সন্দেহ নেই। তবে তিনি রোজা রাখতে পছন্দ করতেন সোমবার ও বৃহস্পতিবার। এর কারণ আছে নির্দিষ্ট। কারণ, এই দুদিন বান্দাদের নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। তাই রাসুল (সা.) এই দুদিন রোজা রাখতেন। কারণ তিনি চাইতেন, যখন আল্লাহর কাছে নেক আমল পেশ করা হবে তখন যেন তিনি রোজা অবস্থায় থাকেন। এখন আপনি যদি রাসুল (সা.) অনুসরণ করে রোজা রাখতেন তাহলে আপনি ফজিলত পেতেন। সুন্নাত হিসেবে এর ফজিলত পেতেন। কারণ সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে নেক আমলগুলো পেশ করা হয়ে থাকে। এটাই হলো মূল বিষয়। কিন্তু আপনি রাসুল (সা.) এর জন্মকে কেন্দ্র করে রাখেন। এটা শুদ্ধ নয়। কারণ রাসুল (সা.) বলেননি যে, ‘আমার জন্মের জন্য তোমরা সিয়াম পালন করো।’ তাই আপনার নিয়ত ঠিক করতে হবে। বিষয়টি উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। মন গড়া কোনো বিধান বানানো যাবে না।