আপনার জিজ্ঞাসা
পূর্বে গিবত করেছি, এখন কীভাবে ক্ষমা পাব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে সৌদি আরব থেকে একজন জানতে চেয়েছেন, পূর্বে গিবত করেছি, এখন কীভাবে ক্ষমা পাব? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : পূর্বে গিবত করেছি, এখন কীভাবে ক্ষমা পাব?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। গিবত করেছেন এর কোনো ক্ষমা নেই। খুব বড় ভুল করে ফেলেছেন। এখন এর থেকে মাফ পেতে হলে যার যার গিবত করেছেন সবার কাছে ক্ষমা চাইবেন যদি সম্ভব হয়। আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে বারবার ক্ষমা চান। বেশি বেশি তওবা করুন। অনেক ক্ষমা চাইতে হবে অবশ্যই। তাহলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। পাশাপাশি যাদের গিবদ করেছেন তাদের হয়ে ছদকাও দিতে পারেন। তাহলেও কেয়ামতের দিন উপকার পেতে পারেন। এ ছাড়া উপায় নেই। নাহলে এসব আপনাকে আমলনামা থেকে দিতে হবে। বারবার আল্লাহর কাছে মাফ চান। সবই আল্লাহর ইচ্ছা। উনি চাইলে ক্ষমা করে দিতেও পারেন।