আপনার জিজ্ঞাসা
রিজিক কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী লিপিবদ্ধ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে গোলাম রাব্বানি জানতে চেয়েছেন, রিজিক কি আল্লাহর ইচ্ছা অনুযায়ী লিপিবদ্ধ ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : রিজিক কি মানুষের কর্মের ওপর নির্ভর করে? নাকি আল্লাহর ইচ্ছা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রিজিক আল্লাহর ইচ্ছা ও মানুষের কর্মের ফল দুটির মিশ্রণ। আল্লাহ ইচ্ছা করলে মানুষ করতে পারেন, না হলে পারেন না। আবার এখানে কাজ করার ইচ্ছাশক্তিটাও গুরুত্বপূর্ণ। সুতরাং, এটা দুটোর মিশ্রণ করেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এইগুলো আসলে আমাদের বিশ্বাসের সাথে জড়িত। যেমন আমরা আখিরাতে বিশ্বাস করি, তখন এই বিশ্বাসের জন্য অনেকগুলো বিষয়ে আমরা উপকার পাই, ঈমান শক্ত হয়। ঠিক তেমন এটিও। তবে এটি অনুসন্ধানের বিষয় নয়। আল্লাহর নির্ধারণ নিয়ে তাহলে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। এ ছাড়া এসব নিয়ে বেশি ভাবনা এর অনুসন্ধান কুফুরি কাজ। তাই এসবের বেশি ভেতরে না যাওয়াই উত্তম। আল্লাহর ওপর বিশ্বাস রেখে নিজের প্রচেষ্টা চালানোটাই উত্তম কাজ।