আপনার জিজ্ঞাসা
আজানের পূর্বে আজকাল কিছু দুরুদ পড়া হয় এসব কি ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে চট্টগ্রাম থেকে একজন জানতে চেয়েছেন, আজানের পূর্বে আজকাল কিছু দুরুদ পড়া হয় এসব কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আজানের পূর্বে আজকাল কিছু দুরুদ পড়া হয় এসব কি সঠিক? নাকি বেদআত? আমাদের চট্টগ্রামে এটা দেখা যায়। আপনাদের কাছে স্পষ্ট জানতে চাই।
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আজকাল বিভিন্ন এলাকায় আজানের পূর্বে নিজেদের মতো করে কিছু দুরুদ পড়া হয়ে থাকে। এটি সম্পূর্ণ বেদআত। অবশ্যই এটা ইসলামের পরিপন্থি ও নিষিদ্ধ। এটা শুধু চট্টগ্রাম নয় আরও অনেক জায়গাইতেই এটি দেখা যায়। যা সম্পূর্ণ হারাম। রাসুল (সা.) বলেছেন, ‘সমস্ত বেদআত হচ্ছে বিভ্রান্তি। আর এসব বিভ্রান্তি হলো জাহান্নামের কারণ।’ তার মানে বুঝা যাচ্ছে যে, যারা এসব বেদআত করে থাকেন তারা জাহান্নামের কারণ সৃষ্টি করছেন। তাদের এই কাজটি শুধু বেদআতই নয় এটি কুফরি কাজ। কারণ আজানের সবকিছু ওহির মাধ্যমে এসেছে। প্রতিটি শুব্দ,উচ্চারণ সব আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাহলে এখানে নিজেদের মধ্যে থেকে কিছু যোগ করার প্রশ্ন আসবে কেন? আজানের প্রতিটি বাক্য নির্দিষ্ট। যে সমস্ত মানুষ আজানকে বিকৃতি করেন তাদের এটা ভয়ংকর অপরাধ। এর জন্য তার তো গুনাহ হবেই সেই সাথে তার আমলটাও বরবাদ হয়ে যাবে। তখন তার আজানও হবে না ইবাদতও হবে না। কখনোই আল্লাহর কোনো বাণীকে বিকৃত করা যাবে না। এটা ভয়ংকর অপরাধ।