আপনার জিজ্ঞাসা
ইসলামে সহীহ বিবাহ পদ্ধতি কেমন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৪৭তম পর্বে টেলিফোনের মাধ্যমে আয়োজন জানতে চেয়েছেন, ইসলামে সহীহ বিবাহ পদ্ধতি কেমন? অনুলিখন করেছেন রেখা আক্তার।
ইসলাম শরিয়তে সহীহ বিবাহ পদ্ধতি কেমন?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমাদের সমাজে যেভাবে বিয়ে হচ্ছে এটা সুন্নাহসম্মত নয়। আমি ছোট করে একটু আলোচনা করব। এর মধ্যে প্রথমটি হলো, যথাযথভাবে বিয়ের খুদবা না দেওয়া এটা আমাদের সমাজের একটা সমস্যা। আবার খুদবা নিয়ে রাসুল (সা.) সুন্নাহ না মানা আরেকটি সমস্যা। সবচেয়ে বড় সমস্যা হলো মোহরের বিষয়টি না মানা। মোহর ধরা হয় ঠিকই কিন্তু সেটা যথাযথভাবে দেওয়া হয় না অথবা বাকি রাখা হয়। অথচ এটি পুরোপুরি ভুল কাজ। সুন্নাহ পরিপন্থি কাজ। আবার আরেকটি আছে সেটি হলো—একেবারেই অল্প মোহর ধরে। আজকাল কিছু কিছু জায়গায় দেখা যায় ১০-২০ হাজার টাকাও ধরে এটি উচিত নয়। এটি করে মেয়েদের অমর্যাদা করা হয়। আবার তৃতীয় ব্যক্তিদের ডেকে এনে একবার মেয়ের কাছে আবার ছেলের কাছে গিয়ে তিনবার কবুল পড়ানো। এত মানুষ ডেকে মেয়েদের বিভ্রান্ত করা হয়। এটা সঠিক উপায় নয়। বিয়ের জন্য দুজন স্বাক্ষীই যথেষ্ট। আলাদা আলাদা মানুষ ডেকে এসব করার কোনো দরকারই নেই। সুন্নাহ তরিকা হলো—অবিভাবক নিজেই আকদ করতে পারে।