আপনার জিজ্ঞাসা
কোনো হাজি বড় পাপ করলে কি তার হজ কবুল হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৫৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোবারক হোসেন জানতে চেয়েছেন, কোনো হাজি বড় পাপ করলে কি তার হজ কবুল হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
কোনো হাজি বড় পাপ করলে কি তার হজ কবুল হবে? এক আলেম বলেছেন, ওই ব্যক্তির হজ নাকি কবুল হবে না। এটা কি সঠিক?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। তার হজ কবুল হয়নি—এই বক্তব্য সঠিক নয়। কারণ, কোনো ব্যক্তি আল্লাহর আনুগত্য হওয়ার পর আবার বিচ্যুতও হতে পারেন। আবার দেখা গেছে তওবা করে সঠিক পথে ফিরতেও পারে। তাই এখানে হজ কবুল হয়নি এটা সরাসরি বলা যায় না। কবুল করার মালিক আল্লাহ। তবে, হজ করেও বড় পাপে লিপ্ত হওয়ার ব্যাপারটি একটি আলামত হতে পারে। মানে কবুল না হওয়ার লক্ষণ হতে পারে। আমরা এটিকে আন্দাজ হিসেবে ধরে নিতে পারি। কিন্তু লক্ষণকে আপনি পুরোপুরি কবুল না হয়েছে এটা বলতে পারবেন না। কবুল হবে কি হবে না এটা একমাত্র আল্লাহই জানেন। এটা নিয়ে সন্দেহ নেই।