আপনার জিজ্ঞাসা
গিবতের শাস্তি নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৮৩তম পর্বে টেলেফোনের মাধ্যমে পাবনা থেকে নাজমুল হুদা জানতে চেয়েছেন, গিবত করার শাস্তি কেমন হবে এবং ইসলাম এ ব্যাপারে কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
গিবত করার শাস্তি কেমন হবে? এ নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চেয়েছেন। গিবত বর্তমান সমাজে খুব কমন একটি বিষয়। কিন্তু জানা উচিত যে, গিবত একটি হারাম কাজ। এটি অনেক বড় কবিরাহ গুনাহ। এর শাস্তি নিয়ে আল্লাহ কুরআনে বলেছেন, তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? এটা তো কেউ করবে না। এটাই তো বড় শাস্তি। যারা গিবত করবে, কবরে তাদের জিহ্বা টেনে করাতের মতো কাঁচি দিয়ে কেটে ফেলা হয়। এটার শাস্তি খুব কঠিন। যা এই অল্প সময়ে ব্যাখ্যা করা যাবে না। গিবত থেকে বাঁচার উপায় হলো, যেখানে গিবত হবে সেখান থেকে নিজেকে সরিয়ে আনা, প্রত্যাহার করা। যেখানেই গিবত হবে, সেখান থেকেই নিজেদের দূরে সরাতে হবে।