আপনার জিজ্ঞাসা
আত্মীয় মারা গেলে কিছুদিন শোক পালন করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৫২তম পর্বে একজন জানতে চেয়েছেন, আত্মীয় মারা গেলে কিছুদিন শোক পালন করা কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আত্মীয় মারা গেলে আপনজনরা কিছুদিন শোক পালন করতে পারবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আত্মীয়-স্বজন মারা গেলে আপনজনরা কিছুদিন শোক পালন করতে পারবে কি না জানতে চেয়েছেন! এখন বলব, মৃত্যু নিয়ে শোক পালন বলতে তো কোনো কথা নেই। এটা আমার জানা নেই। এই কথাটা কোথাও আসেনি। আপনি তাদের প্রতি সমবেদনা জানাতে পারেন। সাপোর্ট দিতে পারেন। খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা যেতে পারে। এখানে শোক একটি বিষয় আর পালন করা আরেকটি বিষয়। এটা বুঝতে হবে।