আপনার জিজ্ঞাসা
হাফ হাতা শার্ট পরে ঈমামতি করা যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬২তম পর্বে একজন জানতে চেয়েছেন, হাফ হাতা শার্ট পরে ঈমামতি করা যাবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
হাফ হাতা শার্ট পরে ঈমামতি করা যাবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। তিনি ঈমামতি করতে পারবেন। ঈমামতি করার জন্য শার্ট, পাঞ্জাবি কিংবা ফতুয়া যাই থাকুক সেগুলোর হাতা হাফ কিংবা ফুল হতে এমন কোনো শর্ত নেই। সালাত সহীহ হওয়ার জন্যও এটা শর্ত নয়। তো যে বিষয়টি সালাত সহীহ হওয়া নিয়ে শর্ত নয় সেগুলোকে শর্ত হিসেবে ধরে নেওয়া জায়েজ নয়। সালাতে কোনো ব্যক্তির কাধ পর্যন্ত ঢাকা থাকলেই হবে। বাকিটা খালি থাকলে কোনো সমস্যা নেই। তার সালাত হয়ে যাবে। কাধ ঢাকা থাকলেই হবে। কারণ কাধ খালি রাখাটা রাসুল (সা.) এর অপছন্দনীয়। তবে এটা নয় যে সালাত বাতিল হয়ে যাবে। কাধ খালি রাখাটা মাকরুহ। এইগুলো আদবের ব্যাপার। হাফ হাতা-ফুল হাতায় কোনো সমস্যা নেই।