আপনার জিজ্ঞাসা
মাগরিবের আজানের সময় দরজা-জানালা বন্ধ করা কি ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে আয়োজন জানতে চেয়েছেন, মাগরিবের আজানের সময় দরজা-জানালা বন্ধ করা কি ঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মাগরিবের আজানের সময় দরজা-জানালা বন্ধ করা কি ঠিক? এটা আমার মা করেন। মা বলেছেন, এই সময় নাকি শয়তান ঘরে প্রবেশ করে থাকে।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার মা যে কথাটি বলেছে এটি সঠিক। এই হাদিসটি সঠিক। কারণ, মাগরিবের সময় শয়তানরা ছুটাছুটি করে। এ জন্য রাসুল (সা.) বলেছেন, মাগরিবের সময় শিশু-সন্তানদের বাইরে বের হতে না করেন। যেহেতু এই সময়ে এ ধরনের পরিস্থিতি হয় তাই বন্ধ রাখাতে বলা হয়। এ ছাড়া ঘরের জানালা-দরজা বন্ধ রাখাটা সুন্নাহ। এটা যে কোনো আশঙ্কা থেকে ঘরকে নিরাপদ রাখতে ঘরকে বন্ধ রাখাটাই উত্তম। এটা সুন্নাহ সম্মত বিষয়।