আপনার জিজ্ঞাসা
কুড়িয়ে পাওয়া টাকা পেলে কি মসজিদে দেওয়া উচিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬৬তম পর্বে একজন জানতে চেয়েছেন, কুড়িয়ে পাওয়া টাকা পেলে কি মসজিদে দেওয়া জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কুড়িয়ে পাওয়া টাকা পেলে কি মসজিদে দেওয়া জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি যদি কোথাও টাকা কুড়িয়ে পান, সেটা যদি বড় এমাউন্ট হয় যা হারালে ব্যক্তির অনেক বড় ক্ষতি হয় কিংবা তিনি খোঁজ খবর নেবেন এমন, তখন আপনাকে নোটিশ করতে হবে। আপনাকে অন্তত এক বছর অপেক্ষা করতে হবে। বিজ্ঞপ্তি দিতে হবে। বড় অঙ্ক হলে অবশ্যই বিজ্ঞপ্তি দিতে হবে। এক বছরের মধ্যে যদি কেউ আপনার সাথে যোগাযোগ না করে তখন অন্য পদক্ষেপ। এরপর আপনি যদি অভাবী হন তাহলে আপনি নিজে ব্যবহার করতে পারবেন। আর আপনি সামর্থ্যবান হলে মসজিদ কিংবা অভাবী কেউকে দান করতে পারেন। অথবা ভালো কোনো কাজেও দিতে পারেন। কিন্তু যদি ১০-২০ টাকা হয় তাহলে সেটা আপনি ফকির হলে নিজেই ব্যবহার করতে পারেন নাহলে সদকা করতে পারবেন।