আপনার জিজ্ঞাসা
ইসলামে সালাফি আন্দোলন বলতে কী বুঝায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শ কের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬৬তম পর্বে কামরুন নাহার জানতে চেয়েছেন, সালাফি আন্দোলন বলতে কী বুঝায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ইসলামি সালাফি আন্দোলন বলতে কী বুঝায়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। সালাফি আন্দোলন এই শব্দটি কোথাও আছে বলে আমার জানা নেই। অথবা কোনো পরিভাষা আছে বলে আমার জানা নেই। এটি হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় কথা হলে, সালাফি যে আন্দোলন বলে আপনি উল্লেখ করেছেন সেটা আসলে আন্দোলন নয়। এটা হলো দাওয়াতের নাম। বলতে পারেন এক রকমের কর্মপদ্ধতিতে মানুষকে আহ্বান করার নাম। এই দাওয়াত হলো রাসুল (সা.) এর চিরন্তন যে দাওয়াত ছিল সেই দাওয়াত। এর পরবর্তী সময়ে বিকৃত দলগুলো তাদের নিজেদের আলাদাভাবে উপস্থাপন করার জন্য সালাফিতুল দাওয়াত হিসেবে এটিকে ব্যবহার করেছেন। কিন্তু এই পরিভাষাটা কিছুইনা। শুধু একটা পরিচয় হিসেবে ব্যবহার করেছেন।