আপনার জিজ্ঞাসা
মাগরিবের সময় ঘরে শয়তান প্রবেশের কথাটি কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে আয়োজন জানতে চেয়েছেন, মাগরিবের আজানের সময় ঘরে শয়তান প্রবেশের কথা কি ঠিক? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মাগরিবের আজানের সময় ঘরে শয়তান প্রবেশের কি ঠিক? এটা আমার মা করেন। মা বলেছেন, এই সময় নাকি শয়তান ঘরে প্রবেশ করে থাকে।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার মা যে কথাটি বলেছে এটি সঠিক। এই হাদিসটি সঠিক। কারণ, মাগরিবের সময় শয়তানরা ছুটাছুটি করে। এ জন্য রাসুল (সা.) বলেছেন, মাগরিবের সময় শিশু-সন্তানদের বাইরে বের হতে না করেন। যেহেতু এই সময়ে এ ধরনের পরিস্থিতি হয় তাই বন্ধ রাখাতে বলা হয়। এ ছাড়া ঘরের জানালা-দরজা বন্ধ রাখাটা সুন্নাহ। এটা যে কোনো আশঙ্কা থেকে ঘরকে নিরাপদ রাখতে ঘরকে বন্ধরাটাই উত্তম। এটা সুন্নাহ সম্মত বিষয়।