আপনার জিজ্ঞাসা
নিয়মিত দান করার ফজিলত কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৯৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আব্দুল্লাহ জানতে চেয়েছেন, নিয়নিত দান করার ফজিলত পাবেন কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : প্রতিদিন দান করা নিয়ে ইসলাম কী বলে? আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাকা দান করি। কোনোদিন ভুল হয়ে গেলেও পরে হিসেব করে সেই অর্থ দিয়ে দেই। এভাবে দান করলে আমি কি প্রতিদিন দানের ফজিলত পাব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। প্রতিদিন দানের ফজিলতের বিষয় হাদিসে এসেছে। হাদিস অনুসারে রাসুল (সা.) বলেছেন, ‘দুজন ফেরেস্তা আসমান থেকে আসেন। তারা বলেন, হে আল্লাহ যে দান করে তার পাওয়না টুকু দিয়ে দিন, আর যে দান করেনি তাকে ধ্বংস করে দিন।’ এ থেকে ফজিলতটি আরও স্পষ্ট হয়। আর এই ফজিলত পাবেন তারাই যারা প্রতিদিন দান করে থাকেন। প্রতিদিন না করে যখন যখন করবেন তার জন্য আলাদা সওয়াব অবশ্যই পাবেন। তবে, প্রতিদিন দান করলে ফেরেশতাদের কাছ থেকেও দোয়া পাবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। নিয়মিত দান করার বিশেষ ফজিলত হলো ফেরেশতার দোয়া পাওয়া। এটা একটা বড় দিক। যিনি প্রতিদিন দান করেন তিনি এই ফজিলত পাবেন।