আপনার জিজ্ঞাসা
কম্পিউটারে গেম খেললে কি গুনাহ হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৪০২তম পর্বে মোবাইল বা কম্পিউটারে গেম খেলা গুনাহ কি না সে বিষয়ে ওমান থেকে মেইলে জানতে চেয়েছেন রাফি। অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : মোবাইল বা কম্পিউটারে গেম খেললে কি গুনাহ হয়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। মোবাইল বা কম্পিউটারে কিছু খেলা রয়েছে, যেগুলো হারাম বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এগুলোর সঙ্গে যদি হারাম কিছুর সংশ্লিষ্টতা থাকে, তাহলে এগুলো খেলা জায়েজ নেই। কিছু খেলা আছে বিনোদনের জন্য বা অবসর সময় কাটানোর জন্য অথবা যেগুলোর সঙ্গে সরাসরি কোনো হারাম বিষয় নেই, তাহলে সেই ধরনের খেলা জায়েজ রয়েছে। ইসলামে যে খেলাগুলো সুস্পষ্ট দলিলের মাধ্যমে হারাম করা হয়েছে, সেগুলো খেলতে পারবেন না। তার মধ্যে দাবা খেলা, কেরাম খেলা, তাস জাতীয় খেলা আপনি খেলতে পারবেন না। তবে এসব খেলার ক্ষেত্রে জুয়ার কোনো ধরনের সম্পৃক্ততা থাকা যাবে না। যদি জুয়ার সম্পৃক্ততা থাকে, তাহলে হালাল খেলাও হারাম হয়ে যাবে। এটা তখন জায়েজ হবে না।