আপনার জিজ্ঞাসা
দোকানের এডভান্সের টাকার জাকাত কি দিতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৬৬তম পর্বে মাদারীপুর থেকে হিমেল খান জানতে চেয়েছেন, দোকানের এডভান্সের টাকার জাকাত কি দিতে হবে? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : আমি দোকানের এডভান্সের টাকা দিয়েছি ১৭ লাখ। আমার প্রশ্ন হলো, এই টাকা তো মালিক পক্ষের কাছে আছে এখন। তাহলে এই টাকার জাকাত কে দেবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি দোকানের এডভান্সের জন্য যে টাকা দিয়েছেন সেটা মালিকের কাছে চলে গেছে। তার মানে এখন সেই টাকা মালিকপক্ষের কাছে। সেটা মালিকপক্ষ ব্যবহার করছেন। সেক্ষেত্রে এই টাকার জাকাত মালিকপক্ষই দেবে। কারণ, এই টাকার এখন মালিকানা ও ব্যবহার তার অধীনে। তাই এটার জাকাত তার দায়িত্ব। এটার জাকাত আপনার দিতে হবে না। সম্পদের মালিকানা ও ব্যবহারের পরিপূর্ণ অধিকার থাকলেই কেবল আপনার জাকাত দিতে হবে। যেহেতু সেটার কোনোটাই নেই। তাই এই টাকার জাকাত তার। আবার যখন আপনার কাছে আসবে তখন আপনি দেবেন জাকাত।