আপনার জিজ্ঞাসা
বিয়ের আগে মেয়ের সঙ্গে মোহর নিয়ে কথা বলা জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৩তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, বিয়ের আগে মেয়ের সাথে দেনমোহর নিয়ে কথা বলা জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়ের আগে মেয়ের সাথে দেনমোহর নিয়ে কথা বলা জায়েজ?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। বিয়ের আগে মেয়ের সাথে দেনমোহর নিয়ে কীভাবে কথা বলবেন? বিয়ের আগে মেয়ের সাথে কথা বলাই তো জায়েজ নেই। সেখানে আপনি দেনমোহর নিয়ে কীভাবে কথা বলবেন? আপনি মেয়ের অভিভাবকের সাথে আলাপ করতে পারেন। মেয়ের সাথে বিয়ের আগে দেনমোহর নিয়ে আলাপ করা সৌজন্যতারও পরিপন্থি। এটা ঠিক নয়। ইসলামেও এটা জায়েজ নেই। এটা ইসলামি শরিয়াতে জায়েজ নেই। আপনি মেয়ের বাবা বা ভাই বা অন্য যিনি আত্মীয় আছে সেটা নিয়ে আলোচনা করবেন। কারণ, মেয়ের সাথে আলোচনা করা সহীহ নয়।