আপনার জিজ্ঞাসা
ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭১তম পর্বে টেলিফোনের মাধ্যমে বারিকুল ইসলাম বাকি জানতে চেয়েছেন, ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি? অথবা রান্নাবান্না করা যাবে কি?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। গোসল আপনার ওপর ফরজ হয়ে গেলে এর আগে আপনি খেতেও পারবেন। এতে কোনো বাধা নেই। আপনি খেতেও পারবেন আবার রান্নাও করতে পারবেন। তবে, এর আগে আপনার অজু করে নিতে হবে। অজু করাটা হলো সুন্নাহ। অজু করে আপনাকে আপনার কাজ করতে হবে। তবে উত্তম হলো গোসল যতটা তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলা।