আপনার জিজ্ঞাসা
কোরআন শরিফ ছুঁয়ে শপথ করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০৭৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোরআন শরিফ ছুঁয়ে শপথ করা কি জায়েজ? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কোরআন শরিফ ছুঁয়ে শপথ করা কি জায়েজ? যদি কেউ কোরআন স্পর্শ করে শপথ করে সেটা ভাঙে তাহলে তার কি কাফফারা দিতে হয়?
উত্তর : ধন্যবাদ প্রশ্নটির জন্য। কোরআন মাজিদ ছুঁয়ে কসম করাটা বৈধ নয়। তবে এই রকম কসম করলে কসম হয়ে যাবে। এখন এই কসম ভাঙলে অবশ্যই তার কাফফারা দিতে হবে। এর কাফফারার জন্য উত্তম হচ্ছে ১০জন মিসকিনকে খাওয়ানো। সেটা হতে হবে উত্তম বা মধ্যম মানের খাবার। কিংবা ১০জন মিসকিনের জামা-কাপড়ের ব্যবস্থা করতে হবে। এসব সম্ভব না হলে তিনদিন একাধারে সিয়াম পালন করবেন কাফফারা হিসেবে। তবে কোরআন মাজিদ কিংবা কোনো ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করা ইসলামে জায়েজ নেই। কসম আল্লাহর নামে করতে পারেন সেটা জায়েজ।